অভিবাসন নিয়ে মুড়মুড়ে কিছু সংবাদ বা গৎবাঁধা তথ্যের প্রচার নয়। আমরা চাই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন। আমাদের সব সময়ের চাওয়া এটি। নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিরঙ্কুশ-নির্বিঘ্ন করতে পথচলা আমাদের।
নিছক বাণিজ্যিক বা ক্যাম্পেইনভিত্তিক অভিবাসনকেন্দ্রিক নিউজ ও ভিউজের পোর্টাল হিসেবে না থেকে immigrationnews24 হতে চায় বিশ্বব্যাপী ইমিগ্র্যান্টদের প্রয়োজেনের নির্ভরতা। আমরা পাড়ি দিতে চাই দীর্ঘপথ। নিসংকোচ সাহসের সঙ্গে বলতে চাই সত্যটা, যেখানে আমাদের পুঁজি সততা, বস্তুনিষ্ঠতা ও মানবিকতা।
বন্ধুর হাত হয়ে সার্বক্ষণিক আপনার সঙ্গী হোক immigrationnews24