ইমিগ্রেশন নিউজ ডেস্ক:
তাইওয়ানের একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। রয়টার্স বলছে, দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৭২ জন। শুক্রবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এই দুর্ঘটনায় পড়ে ট্রেন।
উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ভেতরে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। যাদের অনেকেই ছিলেন পর্যটক।এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং অভিমুখী যাত্রা করছিলো।এমন সময় লাইনচ্যুত হয় ট্রেনটি।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী বলছিলেন, ‘মনে হচ্ছিল হঠাৎ ভয়ংকর ধাক্কা লেগেছে এবং আমি নিজেকে মেঝেতে পড়ে যেতে দেখলাম। পরে শঙ্কা ফিরে পেয়ে জীবন বাঁচাতে জানালা ভেঙে ট্রেনের ছাদে উঠতে সক্ষম হই’।
তাইওয়ানে সর্বশেষ বড় ধরনের ট্রেনের লাইনচ্যুত হয় ২০১৮ সালে, যেখানে মৃত্যু হয় ১৮ জনের। এর আগে ১৯৯১ সালে এমন বড় দুর্ঘটনা হয় তাইওয়ানে। যেখানে ৩০ জনের মৃত্যু ও ১১২ জন আহত হয়েছিলেন।