১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার বিশ্ব অভিবাসী দিবস। কানাডা সময় রাত ১০টা, বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় ইমিগ্রেশন নিউজ ২৪ Immigrationnews24 এর বিশেষ আয়োজনে আমন্ত্রণ!!আমাদের সাথে যুক্ত হবেন তিনজন সফল বাংলাদেশি কানাডিয়ান নারী। তারা হলেন, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ডলি বেগম, এমপিপি ও নাজিয়া শাহরীন, সিনিয়র ডিরেক্টর, রয়েল ব্যাংক অব কানাডা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক শওগাত আলী সাগর। ভিনদেশে তাদের শুরু, সংগ্রাম ও জীবনের গল্প শোনাবেন তারা! সঞ্চালনা করবেন উজ্জ্বল দাশ, সম্পাদক ও প্রকাশক, ইমিগ্রেশন নিউজ ২৪. আমাদের সাথেই থাকুন। ফেসবুক পেইজ কিংবা ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।

১৮ ডিসেম্বর ২০২০, বিশ্ব অভিবাসী দিবস
- Post author:ইমিগ্রেশন নিউজ
- Post published:ডিসেম্বর ২৭, ২০২০
- Post category:নোটিশ বোর্ড
- Post comments:০ Comments
Tags: নিউজ